মধ্য আঁধার ঘিরে আমার বদ্ধ দ্বারে
তোমার আঙুল টোকা পড়ছে বারে বারে।
রিং গুলিয়ে ধোঁওয়া ,অন্যভাবে চলা
কুন্ডলী যায় বেঁকে অন্য কিছু বলা।


মুখ বেঁকে যায় বলা হায় গুলিয়ে বেলা
চোখ ,মুখে রঙ ধরে রাত্র দিনের খেলা।
মেয়ে বালিশ মাঝে চোখ লুকিয়ে হাসে
আঙুল ভাঁজে রাতে শিরার কাঁপন সাজে ।

মধ্য রাতের টোকা কোমড় ভাজে এল
জিভের কামড় গুলো চুম্বনে ঘাঁ দিল ।
সিগার ধোঁওয়ার মাঝে বৃন্দাবনী বাজে
কুন্ডলী যায় বেঁকে রিংয়ের গোপন কাজে।


শুধু এপাশ ওপাশ মেয়ে চতুর্দিকে চোখ
তোমার হাতের মাঝে আমার মুক্তি হোক।
বালিশ ঢাকা তাতে রাতের আমি তুমি
বেঘোর ঘুমের মেয়ে আহ্লাদে মুখ চুমি।


কাকডাকা ভোরগুলি নীরব ব্যাথার বলি
সদ্য রাখা বুকে প্রেমের নামাবলি ।
এক পৃথিবী প্রেমে মেয়ের সোহাগ গুলি
পাশ ফিরে শোয় শেষে জীবন পদাবলী !