বাতাসে মিশেছে কামতন্ত্রের পাঁক
সমাজতন্ত্রে আবর্জণার দেহ
অগনিত শিশু সমাজ জঠরে খাবি খায়
ভূমিষ্টদের কোথায় নির্বাহ !


কোথায় আমার  ঠাকুরমায়ের ঝুলি
বৈঠকী দিন আবদারী শৈশব
পাড়াময় আজ প্রগতির আশিবিষে
মাঠে ঘাটে মৃত সমন্বয়ের হাঁক।


জন্মেছি আজ দাঁড়াবো কোথায় বলো
চতুর্দিকেই কামতন্ত্রের লাশ
লোভ চকচক আমার দেশের সমাজে
শৌর্য বরণে বিপন্ন উল্লাস।  


বক্ষে আমার জন্মভূমির লাগাতার সংকট
হৃদয়ে মরুর ঘূর্ণি
চোখ মেলে দেখি অনাচার, দুরাচার
শত নরকের বহ্নি।


পুতুলে আমার লালসা মেশানো শৈশব
হাতছানি দেয়া কামক্রোধ
ওবাড়ীর খুঁড়ো যৌবন খোঁজে টেপফ্রক
আমি প্যান্টুল ভেজা বোধাবোধ।


মা বলেছে দাদু কষে দুই চড় ছি ছি
আমি ভয়ে মরি,কি বিচ্ছিরি
দাদুদের চোখ চকচকে লোভ চুম্বনে শুধু
কাম নেশা ছড়াছড়ি।