কেষ্ট বিস্টু ছিলাম যবে
    সে দিন গেছে ভাই
আজ হয়েছি রাজ ভিখারী
     যজ্ঞে শুষে খাই।


শ'য়ের হিসেব মন ভরে না
      ডলার পাউন্ড চাই।
শোষক বলে নাম কিনেছি
      মানের বালাই নাই।


নি:স্ব হৃদয় হাজার আরো
       অনল ক্ষুধার ধারা
শিকার পেলেই জাপটে ধরি
       মুন্ড শরীর ছাড়া ।


নকল বুঁদের ঘর করেছি
        ফাঁদ পেতে রই তাতে
আলোর ছটায় অক্কা পেয়ে
           মোকাম ইশারাতে ।


অমনি দু' চোখ লোলুপ জ্বলে
          নাচন প্রতি রোমে
হাপুস নয়ন লম্বা লোভের
           মুন্সিয়ানা গোনে।


সেই চ্ছটাতে নাচছে জীবন
          ঝাড়বাতিদের রাতে
ক্ষীর কদলির লিস্টি বাড়াই
           সরেস খবর পেতে।
        
দিন্ দুনিয়ায় মাগনা কেবল
          জুয়াচুরির পাশা
নীরব জোঁকের টেস্টি গ্রুপে
           সর্বনাশা নেশা।


শকুন মামা ল্যাংরা হলেও
          আবিষ্কারক বটে
আমার মতন ই-কেলাবের
           দাবার ঘুটি আঁটে।


মকশো করে সেই সেরা কয়
          জাত জুয়ারীর দল
আমি কেবল ফাটকা দিয়ে
          জিতেছি সম্বল।


হাত পেতে নয় ওৎ পেতে রই
          জাল বেছানো লালা
নাদুস জবর শিকার মিলে
          জবর শোষণ পালা।