গন্তব্য শেষ , কেউ পিছু ফিরবে না
গির্জার ঘড়ি ঢং ঢং বেজে যাবে
বলবে ," পাঁচটা ছটা সাতটা আটটা
মাসটা বছরটা যুগটা...............


সন্ধির প্রহর শেষ কুলুপ এঁটে ফিরে গেছেন পোপ
কোন দরখাস্ত গ্রান্টেড হবে না,
কেউ গুম হবে, কিছু লোপাট
আঁধারের সাথে ব্যাপক আঁতাত


স্ট্র্যান্ড রোড ধরে নদীটা জানবে শুধু
পাঁচ শতাব্দ আগে জন মেজর
শুরু করেছিলেন কিছু সঙ্গী সাথী সহ
আজ ঘরে ঘরে, মুখে মুখে
খ্যাতি তার অব্যাহত ।


আমার অবয়বে অন্য কেউ ঢুকে গেল বোধয়
অন্য মুদ্রা, সবুদ,অন্য নিয়মে
আমি অভ্যন্তরীণ বায়ুভূখ নিকেশ মিলিয়ে চলেছি
নদী সব জানে , তাকে নিঃশব্দকরণ করা হয়
বলা হয়, প্রত্মতাত্মিক যাবতীয় ঝঞ্ঝা,খুন,যখম
সভ্যতা হয়ে ফলবে অপর যুগে ;
জলও বলি চায় উন্নয়নের ,
প্রগতির , মৈত্রীর জন্য


টাটকা নোনা রক্তের বন্যায় শুদ্ধির বলি
আর গির্জার পোপ জনসমাগম থামিয়ে
শোনাবেন পবিত্র বাইবেল
যেখান থেকে হেঁটে চলে যান যীশু, নানক,রাম,রহিম.ভগবান
একেক যুগের একেক পোপ, যীশু , ঈশ্বর !!