উঠোন মাঝে আসন পেতে
অপেক্ষাতে আছি
সোনা রোদের মোলাম মেখে
আলোর কাছাকাছি
কথার ডালি সাজিয়ে বলি
গাঁথবো নতুন মালা
আসবে কখন স্বজণ আমার
সাজিয়ে সোহাগ ডালা
ভোরের আলো বাসছে ভালো
মৃদু ছোঁওয়া দিয়ে
আলতো বাতাস ভোরের সুবাস
মন্দ বাঁশী নিয়ে
কলির প্রভাস দিচ্ছে আভাস
বলছে ফুলের শ্বাস
পাপড়ি কয়েক দিচ্ছে উঁকি
ঢালছে ব্যাপক বাস-
আবছা সুরের ঝলক লাগে
চমক মাখা গাঁয়ে
কোন সে বধূ খোপায় মধু
ঝিলিক দিয়ে যায়
আলতা পাড়ের রঙীণ শাড়ী
শরীর দোলায় ঢেউ
চলছে তালে ফিনকি চালে
কলসি কোমর বউ---
যা শুনিয়ে মন রাঙিয়ে
গুনগুনিয়ে গান
নাচের তালে হৃদয় দুলে
রাঙাই জীবন প্রাণ---
আয় রে সুজন হৃদয়হরণ
ছড়িয়ে দিয়ে পা
গাঁথব খানিক কথারমালা
গল্প দিয়ে যা-------
রাত্র দিনের জোনাক জ্বালা
আঁধার মুড়ে আয়
খুব গভীরে মনের প্লাবন
গভীর হৃদয়টায় ।