আদমকে বলেছি দুরাচার!!' কি কারণে আপেল লিপ্সা'?
বেশ ছিলে সহচর ইভের দয়িত্ পৃথিবীর প্রথম শ্রেয়সা।
ছিল না কামের কারণ ভোগের চরিত দুষ্কাম প্রথা
দুনিয়ার সুখ ছিল সহস্র চয়ন,উন্মুখ হৃদ্ ছিল মরণ সহসা,
আপেলকে সুখ বুঝে কামের তাড়ণা কাল্ হল
নেমে এল চোখে লোভ মুখ কামময়,সঙ্গম প্রেরণা।


শেষ হল বনবাস ঘরের তাড়ণা দুয়ে,চারে বেড়ে গেল ঘর
ছেয়ে গেল ঝোপ-ঝাড়ে পিল্-পিল্ মানব সন্তান অতঃপর।
কিচি-মিচ্,কোলাহল,মারণ-বারণ,হানাহানি,আক্রোশে সেথা
জড়ো হল মানুষের ঢল্,নানা ঢঙে,নানা রংয়ে নানা আকূলতা,
খাদ্যাভাব,আগুন পাথরে শাকাহারী সহসা পেল স্বাদ
শিকারের পথ বেয়ে আদমের পাতে নিরীহ পশুর অপঘাৎ।


সরলতা কেড়ে নিল লোভাতুর কামজ প্রেরণা
স্বার্থ এল আপনার্ করায়ত্ব অধিকার জোযনা।
বাহুবল্ জিতে হলো মোহ্ পিতা গোষ্ঠী সবাকার
ক্ষমতায় রুপ এল পুরুষ প্রধান জীবাত্মার।


ছেয়ে গেল মোহ,কাম,লোভ,লালসার ধ্বনী-প্রতিধ্বনী
দিকে দিকে হানাহানি, বিবাদ-বিসম্বাদ, শোষণ কাহিনী।
এল হিংসা,দখল,দাঙ্গা-যুদ্ধ-দামামা,ধ্বংস পুনরায়
প্রথম আদম হাসে কোটি আদমের প্রেরণায়।


বলেছি আদমে,'কি কারণে আপেল অভিরতি'??
ভাগে-ভোগে কাল্ হলো সে তো সেই পূর্ব নিয়তি।
কি ছিল আপেলে এমন কি সৌষ্ঠব যাদুর রহসা
বয়ে গেল স্নেহ-প্রেম,দুটি মন্ অমলিন যুগ্ম তমসা।


দেখি যে সহসা কোটি আদমের ভাষা উল্লাস
দিকে দিকে আপেলের প্রলুব্ধ দৃষ্টি সর্বনাশ্।
ইভেদের আজও ঘিরেছে মহাজাল বিশ্বময়
আজ্ও আদমের উদ্ভট্ হাসি মায়াজাল মোহময়।