দেবতা আছেন কোথায়? মহাভোগী ? দুখী আলয়ে?
   মানুষের গ্রাস মানুষে কেড়েছে দেবতা বিচারালয়ে।
   দীন,দুখীদের নানা সম্পদে ভোগের আরতি সেজে
   সেবার আদলে বসেছে বাসর মানুষের অভিযোগে।
   দিকে দিকে দেখি ধুম সমারোহে মন্দির মসজিদ্
   নিত্য যে সাজে মহাভোজ তায় পূজারী নিরুদ্বিগ।
   সমুখে আমার কত শত তার হেলায় রয়েছে নমুনা
  পথে-ঘাটে যারা রয়েছে মানুষ বিধাতা তথা দেখিনা।
  দু ,এক টাকা ছুড়ে ফেলে দান ভগবানে মোটা প্রণামী
   তার তরে গড়ে শতেক কোটির রোশনাই ধাম দামী।
   বিচার সভায় নাইরে বিচার পিছ পথে নোট কারবার
   ডেট আছে শুধু ফয়সালা নেই কোর্ট চত্বর হানাদার।
   মহাজন গোঁফে তা দিয়ে আছে পয়সায় কেনা আইন
   যেন তেন খুশী যথায়-তথায় পুতেছে খুঁটের লাইন।  
   দাদাগিরি কত মেতে আছে আরো ঈশ্বর নাম মহিমা
   দেখেছি যত ভন্ডামী,ফাঁকি আসল মানুষ দেখি না।
   পূজারীর লোভ বেশী মুনাফায়,পুলিশের ঘুষ বাহ্!
   ডাক্তার ঘরে রোগীর এন্ট্রি মাস ছয় স্থায়ী আহা।
   সরকারী দেনা-পাওনায় যত আলসেমি গড়িমসী
   বাড়তি পাওনা আদায়ের বেলা একত্র রবি ,শশী।
   ভোটের বাহারে নিত্য সভারে আজ কাল দুই বেলা
   জিতে চলে যায় কলাটি দেখায় তবু চলি হেলাফেলা।
   বিপদের পথে চিনে নেই সব কুটুম,বন্ধু,নেতাদের
   কেটে পরে সব ওরা বেয়াদপ,মানুষ বলে নিজেদের।
   শুনেছি দেবতা তোমার আলয়ে দ্বিচারিতা কিছু নাই;
   পাপী ধরা পরে,ডাকাতির ঘরে একদিন সাজা হয়।
  
  


         নিরুদ্বিগ্--নিরুদ্বিগ্ন শব্দটির সংক্ষিপ্ত রুপ।