কৃষ্ণ-রাধার প্রেমের লীলা জগৎ জোড়া বাসা
হোলীর রংয়ে মাতলো রঙীণ নেশায় সর্বনাশা।
রঙের ফাগুন আগুন হয়ে হৃদয় ছোবল বাণ্
ভাষার চমক ভুবন ভোলায় আকূল হল প্রাণ।
রঙ-এ রঙ-এ মানুষ আদল যায়না বোঝা হায়!
প্রেম-পীড়িতির ঘুঁণ ধরেছে সংয়ের বাহানায়।
যুবক সভা মাতাল হলে জমবে দোসর নেশা
সেই অবসর ফাঁগ ছড়াবে কৃষ্ণ লীলার প্রজা।
নাচরে আসর,নাচ জমানা নাচ্ নাচনের দল্
রং ফাগুনের নীল জোয়ারে অথৈ ভেসে চল্।
রং খেলেছে কৃষ্ণ প্রভু রংয়ের রাধায় কাজ
আজ ফাগুনের প্রেম আগুনে চড়া উদোম আঁচ।
নেশায় মেশা রংয়ের দিশা উলোট পালট চল্
রঙীণ চোখে দুনিয়াটাকে আজব মজার বল্।
ভোল রে বেবাক আদব দেবার সেই ঝামেলা কই?
নিজের ভোলে তোল দরবার রাজার রাজা তুই।
আজ ফাগুনের মাতন ওড়া বিজয় রথের রথী
কাল্ কি হবে সেই ভাবনা স্থির অরথীর তিথী।
ছোড়্ নেশার ঐ প্রবল চাকে ভীমরুলেদের তা
কররে মাতাল নেশায় বেতাল মাতৃঋণের ছাঁ।