কে বলেছে ফাঁকি
পথের টার্মিনাসে খাবিখাওয়া জীবন
মোক্ষের সন্ধাণ
তাতে তড়াক করে লাফিয়ে বাড়ে নেশা ।
সমাজ, সমাজ করে মাথাা খাও কেন
আবডাল বোঝ ?
লজ্জার কোনগুলো খুলে দ্যাখো,ছুঁয়ে ,ছেনে ,ঘেঁটে
খোসাখুসি ছালের ভেতর বিরাট মানুষ-
লেলিনের ঘিলু ঘেঁটে সমাজতত্ত্ব গেছে সামুদ্রিক তটে,
জলকেলি কথায় শুয়ে আছে প্রপঞ্চ মানুষ
তাত্ত্বিক ফিতেয় মেপে দ্যাখো
তফাৎ পাবে না ।
আমরা হেঁটে চলি দড়ির পরে
ডায়ে বামে যতি চিহ্নের স্খালণ
পোষাক শক্ত করি, আব্রু আছে না


কে বলেছে আড়াল দেখিনি
মোক্ষকে কড়িৎকর্মা ভেবে
টেনে ধরি সামুুদ্রিক মাছ
অলি গলি শান্ দিই মন্দ লাগে না
আঁধার আর প্রপঞ্চ জীবন ।
বুঝে যাই কত টানে বিবাগী উজির
দেহটা মোক্ষ নয় , আরাম, আয়েস
ভেসে থাকা জগৎ,সংসার ।


নেশাদের চতুর্দোলা ছাড়া
আমি,তুমি বিবাগী জীবন
মোহ,মোহ আঁধারে ফলে যায় দেহ
বাকিগুলো তার পরিণাম ।


লজ্জা বলে কিছু নেই, ছিলনা কখনো
কে বলেছে অন্যরকম
হৃদয়েও টার্মিনাস থাকে
অলি,গলি হরেক  প্রকার-
ছোব বলে ভাসমান দেহ
খাবি খাই হরেক জনম ।
...........................................................