আজকে আবার বুঝতে এসে বন্ধু কথার মানে
হরেক হিসেব আপন জনের লিস্টি স-সম্মানে।
গোটা দশেক জায়গা জমি হরেক উপার্জন ?
লোক রেখেছেন গন্ডা দশেক সুখের প্রয়োজন।
লাঠির গুঁতো জানান দিল পাড়ার মুরুব্বি !
"মুন্সিয়ানায় সবার সেরা বন্ধু সভার দাবি


মুখ ঢেকে ভাই বাক্য বলি সত্যটা চর্বন
বন্ধু জোড়া জগৎ আমার দো'বেলা সন্মাণ।


গোঁফ জোড়তে মুচকি ঝিলিক হেয় অবজ্ঞার
ভাত ছড়ালে তামাম জগৎ বন্ধু সারাৎসার ।


বলব কি হে পৌনে ছটাক' তোমার সরঞ্জাম ?
নাকটা কোথায় কানের ঘরে কেবলই পেন্নাম"।


বলেন যদি দু'দন্ড তক্ রসেন তো আরামে
লিস্টি গনেন বেজায় ভুঁয়ো ঘুষের আয়োজনে।


কি বলেছেন বাপের খেয়ে বনের মোষে তাড়া
জুয়া , নেশার বেহাল ঘোরে সুখের ঘরে কারা ?


টাকার ঘোরে বন্ধু জগৎ আপন,স্বজন খেল্
ঠিক্ তো বটেই কিন্তু জানেন শেষ অংকটা ভুল।


মনের ঘরে হৃদয় যখন খেলায় আসল খেল্
কোনটা আসল নকল কিবা ধন্দে অনর্গল ।


শেষ হিসেবে মিল অমিলে কোনটা টিঁকে রয়
স্টিকের গুঁতোয় আসল নকল সময় কষে দেয়।


সুখে দুখের সঙ্গী যে'জন নিরাভরণ সাজ
লক্ষ কোটি সাজের মাঝে বন্ধু স্নেহের হাত ।


আহা বসেন ওঠেন কেন আছে আরো বাকি
শান্তি পেলাম বড্ড জানেন মাতায় তুলে রাখি।
গরীবখানার ঠান্ডা পানি মিঠে গায়ের দই
নইলে সত্যি দুঃখ পাবো আসল কথা এই ।