আছে ঘট বিলাসের ,শান্তির ভীত
এঁকেছি সেথায় তব স্থাণ কিঞ্চিৎ।
পল্লবে বিকশিত মুকুলিত ডাব
জুটে যায় সর্গীত মুক্ত স্বভাব।


প্রজাদের হেলদোল ভজনের প্রীত
চোষ্য অমৃত জল সাধনার গীত্
নামাবলী রোসনায় সকাল বিকেল
কৃপানাথ অর্থের মোলায়েম তেল।


বর দেন কৃপাতুষ্ট আবাদের ফল
বাড়ে ডাব মখমল্ আবাদ ফসল,
শীষে ধান জমা হয় রসনার ঘরে
আড়াল পুরুষ্ট করে ঘটের পটেরে।


বৃথা মন্দে জমে মাছি সখ্যতার পটে
ফিসফাসে শোনা যায় কখন কি ঘটে,
শঙ্খ, উলু আরকের কি মহান মহিমা
লক্ষী থেকে যান সর্বে দিব্য সম্মাণনা।


প্রসাদীর জল্পনা বাড়া ভাতে ছাই
শাপ তাপে ভ্রষ্ট হব হেন দুর্দশায়
বছর বছর জপি ঘটমালা পটে
থাক তুমি দন্ডকাল কল্পতরু ঘটে।