******
নবান্নের বেলা
সারে সারে বৈরী আসন
অন্নের প্রাসাদ সোপানে
লাশেদের
ফাঁকা থালে ঝনঝনি
আর্তের বৈভব।

******
গদীর আদলে কার্পেট মোড়া
চামড়া,ছালের
করোটি মাড়িয়ে
শুষে খাওয়া মজ্জা,হাড়ের
হাতে ধরা ত্রিবর্ণে
কোন্ জৌলুস ।

******
নবান্ন দে মা,চেটেপুটে খাই
জঠরের ক্ষতে
অর্বুদ জমেছে
শুষ্ক বুকে মরুক্ষেত
অন্নের সমাধি।

*******
গুল্মলতায় কাহাদের ছাপ
অনাদৃত থালা
ছেয়ে গেছে মরুদীর্ণ বালু
ক্ষুধা মোক্ষে সমাধি ছড়িয়ে
এলো মুখে
কোন্ অবিশ্বাস।

*******
কোথায় শোয়াবো
মরুত্তীর্ণ খাট
চল্ তোকে নগরে শোয়াই
উত্তরণ হলে
মজলিশী থালে
শ'য়ে শ'য়ে ভরন্ত শাক্
ছেলে,বৌ,পুতিদের
প্রাশনের বেলা
আমন্ত্রিত লোক এলে
সদগতি হবে
ওরা তবে অযাচিত থাক॥