তবু , একটা মানুষ থাকে, একটা সভ্যতা
একটা দরদ থাকে,যন্ত্রণা,প্রেম
থেকেই চলে যুগ কাল্ অতীত পেরিয়ে
ক্রমাগত উৎসের দিকে ...........
তার লয় হয় না,
অসংখ্য বারুদের মূর্চ্ছণায় ছোট্ট ফুলের
নিষ্কলুশ পবিত্র হাসি থেকেই চলে
কোন ক্ষয় হয় না ,
তাতে আলকাতরা'র প্রলেপ দিয়ে মলিন করি
তবু সে তো আলো ছড়ায়
ছড়িয়েই চলে ,
সভ্যতা নেমে যায় কত রঙ চং সাজে
বদল চলে, চলতেই থাকে
বদল হয় সমাজের ধাঁচে
জ্ঞানীরা মূর্খ হয়, মূর্খেরা জ্ঞানী
পাপীরা সাধুর বেশ ,সাধুরা পাপীর
তবুু কোথাও কোনখানে থাকে কিছু
প্রকৃত দরদ আসল মানুষ
যুগে যুগে এটাই নিয়ম ।
....................................................................