দু:খকে উপহাস করব
এমন ধৃষ্টতা আমায় আচ্ছন্ন করলে
মোক্ষম আসন থেকে নেমে যাব
প্রাকৃতিক কালে
ঠেলা মেরে নাড়িভূড়ি খোলস মানুষ
হেঁটে যাবো নোয়ানো জীবনে
দারুণ অবুঝ হলে ক্রান্তি সময়
বধির এ পথঘাট হেঁটে একান্ত আমায়
সেইসব মনুষ্যহীন দিনে
শোধরাবো জীবন আবার
দু:খকে অভিবাদন করি চল ।