আকাশের কোণে,অশান্ত এ মনে,দিচ্ছ উঁকি তুমি কি?
ভেসে ভেসে হাওয়াদের দেশে পরছে আমায় মনে কি?


আঁকছো কত ছবি,নানা পটে কবি,ভাষায় ভরিয়ে
কাকে ভালো, বাসছো, এলোমেলো মনটা ছড়িয়ে।
বুকটা শূণ্য হলো,এলো বৃষ্টি এলো,ঝাপসা রাগিনী
আমি ভিজছি সুখে ঐ, বৃষ্টি বুকে,কৈ তোমার মানিনী।


আয় মিতে ঐ ধান ক্ষেতে,খেলব আবার খুব মেতে!
             চর দিয়ে সই চলছিলো!
             আনমনে কি বলছিলো!
             আশমানী রং ফুটছিলো!
             চোখ কি তবু ভুল ছিলো!


আয় বৃষ্টি ঝেঁপে,ধান দেব মেপে,কাল যাবো বাড়ী,পরশু যাবো ঘর।


সহসা বজ্র হানে,আকাশ তৃষার বানে,কুঞ্জে কুঞ্জে তার রোষ
পলকে হা হা রবে একশ কালো বানে বিঁধলো সেই আক্রোশ।
ঘোর ঘনঘটা বিজলি ত্যেজচ্ছটা পলকে পলকে কাঁপে প্রকৃতি
প্রবল বারিধারা শিলার ক্রুদ্ধ দশা ঝাপটে সর্বনাশা নেই নিষ্কৃতি।


অঝোর বৃষ্টিতে, মিলব সৃষ্টিতে, ছন্দ মিষ্টিতে এল কেউ,
              বৃষ্টি মেখে আকূল গায়ে!
               চলব সখা নৃত্য পায়ে!
               আলকুশী ঐ ঘরগুলো!
               ভুল পথে কি চলছিলো!


আয় ভুলে এ পথপানে,বর্ষা প্লাবন প্রাঙ্গনে তুলবো সুখে ঢেউ প্রাণে


অমন উঁকি দিয়ে,বিজুরী মঞ্জরে,বল্লী মূর্চ্ছা হেনে করছ কি?


পর্ণ কুটিরে, জলদ গর্জনে,জাগাও কোন্ প্রিয়া সুন্দরী?


বৃষ্টি বিছানায়, বলনা ছলনায়, নিবিড় উচ্ছ্বাসে, কোন্ নিক্কনী?
ঢালছে জলধর বিপুল আড়ম্বর, নাচছে নিরন্তর, কোন্ শিঞ্জিনী?


যাচ্ছ ঘুরে তাই, বাদলা মুখে ঐ, অথৈ ফোটে তান, সঞ্চারী!
মুছছো স্মৃতি তাই, অথৈ বন্যা ধায়, এসেছে কাছে কোন্ সহচরী?



                      -বরষার আয়োজন-