ক্যাম্প থেকে বেড়িয়ে যাচ্ছে প্রহরীর স্থিরতা
দু'পক্ষ কাল হ'ল ,
সম্পূর্ণ শহরটা মুড়ে ফেলা হ'ল আধুনিকতায়
আজ থেকে আবাল বৃদ্ধ বনিতার
মুক্ত বিচরণ, যে যেমন খুশী


দুই প্রহরীর চোখে সমস্যা দেখা দিলে
কিঞ্চিৎ সমস্যা হ'ল তবে
দিনের ব্যাবস্থায় পরিবর্তন হল
মেজরদের চোখ নিবন্ধ হল অপেক্ষাকৃত  
অবাধ বস্তির দিকে


তাদের ধরে ধরে স্বর্ণাক্ষর শেখানো হল
ছবিটা,মালাটা, ধূনোটায় পয়ার শব্দে
জোড়া হল আধুনিকীকরণ
প্রবুব্ধের বুলি , কেউ কিচ্ছু বলতে পারবে না
ততক্ষনে ব্যাসার্ধের কম্বল খুলে
দেখানো হয়েছে গোত্রের শরীরে
সবাই কাম্য,


সম্পর্ক নয়, আত্মীয়তা নয় , প্রেম নয়
উত্তুঙ্গের শরীর এখন কল্পতরু
জয়ের শিল্ড ,


নাহ্  ! মুহূর্মুহূ পায়চারি উদ্বেগ বাড়িয়ে তুলছে ক্রমশঃ
কোথায়  ইস্যু ?
অগনিত প্রহরীর ধারণা মিথ্যে হবার নয়
গায়ে আগুন লাগিয়ে যে তরুণীকে হাইলাইট করা হবে
কিংবা কন্ঠরোধ করে..................
কোথায় ? কবে ?


লাল বাল্বটা দপদপ করছে ক্রমাগত
অপারেশন চলছে ?
চারপাঁচজন মেয়েছেলের চাপা গুঞ্জন
লাল আলোয় মদীর শোনাচ্ছে
কুরুক্ষেত্রে............
মা বলে কারুকে চেনা যাচ্ছে না,বোন,বন্ধু তা-ও না


টোপরটা,চেলীটা, মঞ্চটা রেডিই ছিল
হঠাৎ ফায়ার


ক্যাম্পের মেজর আপাতত স্থগিত ঘোষণা করলেন ।
.......................................................................