ভালো আছি আমি খুব ভালো গতকাল পেয়েছি মেলটা
হ্যাঁরে বোন,তোর নাকি নিদারুণ শখ্ ক্যারাটে শেখাটা?
জানি আমি সেই শিশুকাল কত আবদার বায়না বেহাল
বাবা ঘরছাড়া প্রায় মাসখান,মা বেজায় নাজেহাল।
মেয়েছেলে বলে দাদা পারে গাল হায় কত মন্দ কপাল !
শুধু আমি জানি তোর দাবীখানি সত্যি যে বড় আজকাল।
তোর চিঠি পেয়ে বোন প্রাণে এল বল্ কত যে বেদন,রোদন
সেই স্পেনিয়্যাল গোল সাদা বল্ দিয়েছি না কিনে বোন?
করে  কি  আজকাল? বেশ বড় হল তাই নারে দুষ্টু ও খুব?  
বাবার লাউয়ের মাচান আর অনিমেষ ন্যানো গাড়ীর শখ্-
খুব ঘুরছিস জানি তোরা লং ড্রাইভ সাথে স্পেনিয়্যালস্প্রিং!
কাল ছবিসহ মেলে পেয়েছি বার্তা মার কচুরির হিং।
আরো কত মেনু নিত্য  নতুন  মায়ের  রেসিপি জানি
আমার কপালে রোজ হোম ডেলিভারী সেই সাবেক পুরানী।
শুনেছি  চৌরাস্তায় ভালো ক্যারাটে  শিবির  প্রশিক্ষক চ্যাং
ওখানে ট্রেনিং শেষে সার্টিফিকেট,সে দায়টা আমার বরং।
আরে না না নেই ঝঞ্ঝাট শুধু কোমড় ব্যাথাটা আজকাল
কাবু করে টেনশন্, তবু বহে যায় বেলা রোজকার হাল্--
আয় না রে ঘুরে যানা দিদি তোর জানে ভালোবাসা,প্রেম
বেশ করে  দেখে নিই তোর বায়নার সেই অথৈ শ্রাবণ।
ধরনা হাতটা এসে বাধনা হৃদয় কষে অন্তরে বোন আয়!
পাঠিয়ে দে সুখী সব ছবিগুলো এ মনের গহীনআয়নায়।