কাব্যের আয়োজনে জল,বাতাসা, শান্ত ঘর
বৈশাখ প্রহরে ধূপ-তাপের সরঞ্জামে
অযাচিত কিছু উপলব্ধী ।


আরক্ত কথাদের নিষেকের বীজে
                          অঙ্কুর সম্ভাবনা
                    আমার মসৃণ চলাফেরা জুড়ে
                              চলছে মাতৃত্বের
প্যাকেজকরণ...............।


উঠে গেছে কব্যের ঋণ
                    কবিদের বন্ধ্যাকরণে
               দু' একটি প্রক্রিয়া ; উপক্রমনিকা ঘেঁটে
শূন্যস্থানে অবৈধ যন্ত্রণা.....................।


চেয়ে আছে হরতকীর-
  ডাল্ পালা ; বর্ষা চেয়ে চিঠি গেছে
                  বরূণদেবের উত্তরীয় সভায়............
পিছে যার অনাগোনা নিস্পৃহ আছে
চলে যায় ট্রেনেদের মতো ; আরো কতজন -
                 বিদ্রোহ মুখে ফেলে যায় বসন্তের বীজ।


মানুষ জন্মায় ; বিধাতারা উঠে যান ক্রমশঃ কৃপায়
কেউ কেউ ভালোবেসে জুড়ে দেন আশীর্ব্বাদী ফুল-
                                    ভক্তি মেরুতে ।


.........................................................................