কে বলে আজ রাত্রি হলে বৃষ্টি খানিক
উদাস হবে ?
তার পাশে তো মেঘের ভেলায় দুলছে
তারা, আলোকরাশি ।
ছন্দে গানে উতল প্রাণে ঢালছে জোয়ার
প্রাণের হাসি ।
দেখছি কেমন কথামালায় সুর জুড়ে দেয়
ছন্দে দোলায়
গল্পগুলো জম্পেস হয়ে সপ্ত সুরে দ্যোদুল-
দোলে কি যে হারায়
চিরকূটে দেয় কি যে চিঠি শরম লাগে
আনমনে লো
বৃষ্টি তখন বেশ খেয়ালী নৃত্যগীতে মন-
দোলালো
সুর চড়ালো আনমনে কার সুখ লেগে তার
ভীষণ রকম
নৃত্য এল
কে বলে তার ঝংকারে মেঘ আঁধার করে
ভাঁদর হবে ?
সেতো তখন খুব সোহাগে প্রিয়ার আঁচল জুড়ে
বৃষ্টি হবে ,বৃষ্টি হবে