We shall over come" উচ্চ শ্রেনীবাদ
মুষ্টিমেয় বাসর ঢলাঢলি-গান দিয়ে সাম্য শোধণ
পেয়েছে যাজ্ঞবল্কের সুরম্য অনুমতি, ঢেলে দিতে আর্য প্রেম।
বলেছে বুক চাপড়ে,দলাদলি নেই কোথায়? শ্রেণীশত্রুর মতো,
আনাচে-কানাচে মগজে নিত্য চর্চা,কে কোথায়? কোন দল্?


সাম্যবাদীরা তফাত্ যাও-একদা তুমি সম্প্রীতি লিস্টে রয়েছো,
নিয়েছ কি প্রেম? কোন শ্রেণী? ভোগবাদ-বুর্জোয়া? শোষণবাদ?
মাননি কিছুই?আঃ,মাঝ পথে নিরুপায় ধর্ষিত হবেই অরক্ষিত প্রেম,
চলবে এভাবেই-ওদের যে দুটি কাম্য,খর্ব হলেই, বিভাজিত হবে।


ক্ষমতার আরাধ্যা বন্দী নির্দিষ্ট পূজা আড়ম্বরে,বাইরে দামামা
রক্তাক্ত জনপদ সহস্র সাধারণ আজন্ম লালিত প্রশ্নবান-
সাম্য ? মৈত্রী ? প্রগতি ?--বুকে পেতে করেছি চির সংগ্রাম,
কেন প্রশ্ন ওঠে? -ত্রিশ কোটির যুদ্ধ ফেরত হয়নি কি খাঁটি??
ওরা কারা ভোগবাদ,বুর্জোয়া? চিরশত্রু মাঝপথে থামিয়ে দুর্জয়-
বলছে অট্ট হেসে," চলবে এভাবেই, এভাবেই চলবে "।