রাখতে খেয়াল বিপন্ন হাল্ হেথায় হোথায় দৌড়
বাহুর জোরও বেশ ক্ষমতা রেশ বাহানার জের।
পারাং নদী বেজায় হাঁকে আমার স্রোতে ভাস্
দু'চারখানা বাইবো ডিঙা পুরবে মনের আঁশ।
স্রোত জানিনে সাঁতার তা-ও ভাসবো অতঃপর
জোর আছে কি সেই ক্ষমতা মরণ বাধে ঘর।
চলল তরী দুলিয়ে ভেরী নাচন,গাঁজন মেতে
উঠল হেঁকে "জয় ভগবান" তোমার সম্মুখেতে।
মাঝ দরিয়ায় তুফান ভাসে ডিঙা টলোমলো
সামাল সামাল তীব্র তুফান যাত্রী আকূল হলো।
পাল তুলেছে জয়ের নিশান হাওয়ার তুমুল রোষ
বেহাল মাঝি এই নাজেহাল যাত্রী বোঝাই ত্রাস।
বাঁচাও মাঝি বাঁচাও হেরী বিপদ সমুখ শমন
মনের জোরে ভেরাও ডিঙা,জের প্রকৃতি এমন ।
ভীতু মাঝি থরোথরো কন্ঠ কাঁপে বিভত্সায়
থাকলে সে জোর আজ এ প্রহর এরুপ ক্ষতি হয়?
ঝড়ের দাপট্ প্রলয় নাচন তুমুল অরাজগ
নাই ক্ষমতা কেবল মিছা নাম কুড়াবার ঝোঁক।
পারাং নদী ফুসলে মারণ থাবায় মারে ছোবল
কেই বা এগোয় কোন্ ক্ষমতায় বাচার ঝোঁকে প্রবল।
ডাঙার মানুষ দৃশ্য দেখে রোমাঞ্চ আর নেশায়-
যেই প্রহরে ডুববে তরী হাততালিতে বেজায়।


                 বৃষ্টি বেলা


বৃষ্টি তুমি সৃষ্টি নাশা গুলিয়ে হঠাৎ ঝড়ো
লন্ডভন্ড হাওয়ার বেগে দারুণ বেহাল করো।
ঝোড়ো হাওয়া মিত্ যে তোমার সঙ্গে চলাচল্
দুই মিতেতে মিতেল ভারী ভঙ্গ করো হাল।
হঠাৎ আসা হঠাৎ হাসা আনমনে সে খেলা
শান্ত কখন্ দুরন্ত মন্ কভু উচাটন হেলা।
ভাঙছো শহর নগর কত দরিদ্র চালচুলো
হারালো কেউ সর্বশান্ত খুঁইয়ে হৃদয়গুলো।
উবর মাটি কোথাও হলো কেউ হারালো সব
বুনলো কোথাও সোহাগ ফসল নিঃস্ব উজার রব্।
নিদয় কেন পাষাণ হেন বৃষ্টি তোমার মন্
ভাসাও কারে বাঁচাও কারে খেলছো অকারণ।