চ'খেলি


চ'খেলি আজ পাঞ্জা লড়াই ,
লাল না সবুজ?
আমার কিন্তু হেব্বি লাগে
খেল্ জমানো মারণ গুলো,
নেশার আবেশ ধরণ ধারণ
দিব্য চটুল দুষ্ট লড়াই,
খেলবি যদি কোমড় বেঁধে
নামরে জলে চুটকি নাচাই ,
মৃত্যু ভয়ের আগল জুড়ে
থাকবি কত আড়াল গড়ে ?  
তার চে বরং জল রংয়া সব
ফন্দিগুলায় জোরসে মারি হেইসা ঠেলা,
খুঁচিয়ে দারুন ঢেউয়ের ভেলা
পাল্টে ফেলি তুফানগুলাে,    
আকাশটাকে নোটিশ পাঠাই
আস্ত খাবি মুন্ডুগুলাে?  
ক্ষুধার জ্বালে মারবি না কি
আবার রে কার্ সৃষ্টিগুলাে?
ফন্দি নাচাই দুষ্ট খেলার
চ' বলি আজ আমরা রাজী'    
এই তো সুযোগ চামড়া খুলে
অঢেল সময় মূর্তি গড়ার।


....................................................