কাব্যে তখন চৈত্র নামে
পাল্কিরা সব উল্কি টানে,
একটি তারা বেশ মজাদার
বলল,খেলি ছড়ার নামে ।


অন্যেরা তো ঘুমের দেশে
হাই জুড়িয়ে ফিরল শেষে ।
একটি দু'টি রঙীণ আলো
রামধনুকের পথ দেখালো ।


উড়ছিল তার ছন্দগুলো
মুড়কি ধানের খইয়ের মতো।
ভেলায় দুলে সঙ্গী এল
রাত্রি যখন গভীর হলো ।


চলছে তখন আড্ডা বহর
কাব্যে গানে দু'তিন প্রহর ,
গাত্র তখন অনেক তারার
মন বিছানো হরেক কথার ।


রূপসা ডাঙায় যেই ভিড়েছি
হঠাৎ করে সম্বিৎ হ'ল
গানের কলির আনমনা মন্
ভরবে ডালায় খবর এল ।


কলির নাচন পাতায় পাতায়
বৃষ্টি ধোওয়া নৃত্য ধারায়
মেলছে ডানা কোন বঁধূয়ায়
কেমন যেন প্রাণ ছুঁয়ে দেয় ।


মন মজে যায় রামধনুকের দেশে
চলছিল বেশ প্রহর কেঁদে,হেসে
মনের ঘরে ডাক পাঠালো
আসবি নে' কি' বন্ধু ওলো !


তাল এনেছি, সুরের আলো
কথায় কথায় ছন্দ এল
আসর সাজার বাসরগুলো
ঝলমলিয়ে রঙীণ হল ।


চৈত্ররা বেশ ছড়ায় ছড়ায়
বৈশাখীদের মন ভরালো
আমরা তখন দুলছি দোলা
রাত বিরেতের ছন্দদোলায় ।


আমার আঁধার জড়িয়ে শেষে
মুছবি না কি আলোকগুলো
মন ছড়িয়ে বৃষ্টি এ'ল ?
মনমহলে ঝাপসা্ হল
বৃষ্টি এল সৃষ্টি এল ।


...................................................................................