ফেরার পথের সবকটি দ্বার রুদ্ধ অকারণ
ওদের তখন বড্ড অসুখ মাথায়, মুখে
তীব্র বেদন , রক্ষী কঠোর নিয়ম করে
কাঁটা তারের বেড়ায় ঘিরে ,
সবকটি পথ ঘিরল ভীষণ পুরে মনোস্কাম ।


অতীত তখন তোমায় ডেকে ফিরছে পিছু
প্রবল হেঁকে
রইল পরে জুতোর ফিতে,আধখানি তার
খেলার পুতুল
খুন্তি,হাতা হাত,পা কাটা তোমার খেলার
সবকটি ভুল
যাচ্ছে বেঁকে আসছে ধেয়ে মারছে ঢেলা
ছুঁড়ছে কথা
পথ বেঁকেছে ঐ তো যেথা সব কলিটি
বলছে হেথা
তোমার কথা থাকল জমা সময় হলে
দেখবে ভুলে
কইবে কথা খেলনাবাটির হরেক জনের
খেয়াল তুলে ।


আকাশটাতে মেঘ জমেছে গাছের শরীর খারাপ
সময়গুলো অকূল রোদন জমছে কেবল প্রলাপ।
মেঘ বলেছে পারলে খুঁজো হরেক চিঠির ডালা
করছি জমা কত্ত কথার নানান রংয়ের মালা ।
রক্ষী যখন ঘুমায় চুপে নেমেই এসো খেলাচ্ছলে
পাপড়িরা তো মেলবে ডানা বাজবে নুপূর কুড়ির মলে।
চুপে নাহয় খুলেই দেবো সবকটি দ্বার সব প্রহরের
গাইব সুখে খেলাচ্ছলে তোমায় আমায় অকূল স্বরের....
সুর মেলাবে খেলনাগুলো জীবন্ত সব খেলাচ্ছলে
নাহয় ক্ষনিক দম নেব খুব অচীন গাঁয়ের দলে ।


জমছে কথা পাথর মনে, শিশির,ধূলার সঙ্গোপনে
যাচ্ছে প্রহর বেঁকে
আশমানী সুর খুব যে নিঠুর নেই পরোয়া তুচ্ছ
কারুর টলমলে রোদ সেঁকে ।
সবার মনে সুখ জমেছে কোথাও আবার বিষাদ-
মনের খুনসুটি যায় রেখে।


.................................................................................


(ছোটদের জন্য ছড়া কবিতাটি লিখলাম । ছোটরা পারলে আবৃত্তি শিখে নিয়ে
করতে পারো কেমন ? তবে সামান্য তালিমের প্রয়োজন আছে  ।)