শেষ সাইরেন বাজার পর, পাঁচজন গবেষক
খুলে দিলেন মস্তিষ্কের করোটি
প্রত্যঙ্গে তখন তিনটি যমজ দেহ
মাথা,গলা, অঙ্গের সাথে যোনী,প্লীহা ,মূত্রাশয় অারো কতো কি ;
তিনটি দেহ চায় জীবন্মৃতের নিঃসরণ
একের প্লীহায় স্বস্তির নিঃশ্বাস
বাকী দুয়ের হা পিত্যেশে
ঘর জুড়ে কীটানুর অনুপ্রবেশ ঢাকতে ব্যার্থ প্রধান অমত্য
কার্পেট,কম্বলে আড়াল করা গেল কিছুটা জনরোষ .............


গভীর দোহন বন্ধ হল ; থেমে গেল বিজয়ের সোল্লাস
চোখে,মুখে কীটদগ্ধ বীজানু
শেকড়ে জন্ম নিচ্ছে বিষ দাঁত
ছড়িয়ে পরছে ভবিতব্য অতীত ছেড়ে আদম সাম্রাজ্যে
চীৎকার করে উঠলেন গবেষক ,


" তিমির বাবু হার্ট'টা ; হার্ট'টা জুড়ুন প্লিজ্ "


হার্ট তখন আউট অফ্ মার্কেট যন্ত্রণাকাতর মুখগুলি-
একে অন্যের রসদ শুষতে মরিয়া


পাঁচ গবেষক হিমশিম একে অন্যের দোষারোপে মত্ত
চললো শলা,ফিসফিস,গুঞ্জন
শেষ সাইরেন বাজলে নড়েচড়ে উঠল তিনটি যমজ
একটি সতেজ , বাকীরা .............


হার্টের টুকড়োয় তখন বৈষম্যের রাজরোষ ।