জানেন কি
তিনশো পয়ষট্টির তস্য সুদের হামলায়
বাজেয়াপ্ত আপনার অস্তিত্ব
আপনার চোখে মাছি ভনভনের প্রাগ্ ষড়যন্ত্র
বোঝেন কি ?


লুপ্তপ্রায় সময়ে কফিনের ভগ্নাবশেষ ;
সূত্র থেকে প্রশ্বাস যন্ত্র পাচার হয়েছে কবে
দেখতে দেখতে আপনি অন্ধ হলেন
কর্নিয়া পাচার কালে
আপনার বাল্যপ্রেমে ছিনিমিনির
যোজনকরণ , চুলে ,দাঁতে ,নখে
অনস্তিত্বের পরোয়ানা ।


লুব্ধের পলায়ন আপনি দেখেন নি; আপনার তৈরী সাঁকোয়
আঁধারের সংকেত ছিল , ছায়া ছায়া মূর্তিরা
সাক্ষ্য প্রমাণ রেখে গেছে
যে মূর্তিতে আজ শুধুই জঞ্জাল ।


আপনি খোঁজেন নি প্রত্যঙ্গের ভাজে চেনা তথ্যটি
জনরোষ ছড়িয়ে দিয়ে করোটির মজ্জায়
আপনারই পাতে দিল তার দাতব্য কর্ষণ
দাঁতে ,মুখে ঘষে বলতে বলা হল, " সখা হে "
আপনি তখন ...........
আভ্যন্তরীণ বাণিজ্যিক প্রক্রিয়ায় ;মেনকার প্রগলভ হাসির ফোয়ারায় ;
ঊর্বশীদের ভোগদখলের জয়ধ্বজায় '
পত পত করে উড়ছেন কিরীটির প্রশ্নচিহ্নে ............


আপনি ক্ষয়ে যাচ্ছেন একটু একটু করে
বলা হল ক্ষয়িষ্ণু ;
সরে যাচ্ছে শাব্দিক দেহাংশ
বলা হবে জড়ত্ব ;


ঝুলন্ত আপনার নিরীক্ষা চালাবে যারা
ভূমিষ্ঠের নোটিশে জানা যাবে
অাপাতত আপনার অনন্ত স্বত্ত্বায় জোড়া হল
রমণের চোখ , বৈকুন্ঠের ধাম ,
বিচ্ছিন্ন প্রজাপতি , শৈশবের আধভাঙা টুকড়ো চিরুনী-
আর খেলনা বাক্সের কিছু ধূসর সরঞ্জাম ।।