তোমার ইতস্ততঃ স্খলণ অবহেলা জেনেও
ভেবে বসি ভালবাসা, তাপ আসে
অনুতাপ ।
পড়ন্ত রোদ ঠেসে রাখে চোখের পাতা
বুঝে যাই নশ্বর এ জীবদেহে সবটাই স্বাভাবিক।
অধীনতার কাছেও কিছু স্বাধীনতা থাকে

এস আজ তার সদ্গতি হোক্ ।