নগর হৃদয়ে চোরাগলি বেয়ে
মিলে যায় সব সংগম
ভুল করে দেখে ফেলি ওকে
ঈষৎ ধূসর দৃষ্টি বিভ্রম।


সেদিনও যেখানে বলেছি থেকেছি
শুণ্য সে সব ভাড়ার
তা'বলে নিঃসীম হবে আদ্র দুরাশা
ছলা কলাদের অন্তঃসার।


তুমি তো স্বাধীন ছিলে নিশিদিন
পুজেছ রুপের মোহে
আমি আজ দীর্ঘশ্বাস ভুলেছি তোমার
ঋণ জর্জর গেহে


আমারও তো বলা থেকে উঠে যায় মুখ
স্থির হয় অচল হৃদয়
মুখ জুড়ে ছলা কলা বরষা নামায়
সেই স্থলে আমার প্রণয়।