কবিতাঃ     চুপকথাদের


যদি শোন কোন গনতন্ত্রীর ঘরে
ভর করে আছে ক্ষয়িষ্ণু নরনারী
ঘরগুলি সব নোনা ধরা পরকাল
শব জেগে উঠে বসতির বল্কল !


হিমের দখলে জীবনের বনিয়াদ
উরুর আড়ালে ভাজ করা সংবাদ
ভাতের দরের প্রাণ নিয়ে কাড়াকারি
শহর নগরে নেশা চোখে দরাদরি !


ছেলের থালায় দূর্বা রেখেছি অনেক
কামড় বসালো পঞ্চসারথী যমক
স্খালনের জেরে ভূমিষ্ঠ মহাবোধি
ঘর চেয়ে থাকে দোরে, মহৌষধি!


একদিন তুমি , মানুষ চাইবে মানুষ
জীবনের ক্যাটালগে, রঙীণ আবডাল
থালা শুধু ধূলা বালি, সারমেয় অঞ্চল
গৃহের সীমানায়, নামাবলী পৌরুষ !!


সুখ দুঃখেরা হাঁটে জনগন সমাবেশে
শুনে দেখ বিভীষিকা গহ্বরে বাঁধে বাসা
গণতন্ত্রীর পাতে এঁকে দেয় ফরমূলা
আমার তোমার দয়ার কিঞ্চিৎ পদধূলা !