শৈলেন বলেছে দিব্য হাতে মুখে কি ?
পথটা আমায় ডাকে শুয়ে বসে নি
অভিনব কৌশল কায়দা কানুনে
আড়চোখ গোলামের মুকুট সৃজণে ।


বলায় না বলি শুধু কে কাদের যম্
নুড়ি,বালু,কাঁকড়ের অবাধ সঙ্গম ।
গোত্তায় কুপোকাৎ সোনার ছেলেরা
বদহজম পিত্তের  গোল্লায় কারা ?


দেশ বলে শহরের প্রকোপ কৌশল
হীরে,সোনা বরণের কুত্তার হাল্ ।
সান্ধ্য প্রদীপ তলে ভনভন্ মশা
দরাদরি চুপিসার অন্তিম দশা ।


শৈলেন বোঝে যত না বোঝার ভান
মস্তক নিয়েছে ফরে অহো সন্মাণ ।
পথটা আমার না কি অামি পথেদের
মুখ টিপে নস্যাৎ করেছে  গরজের।


খাদ্যেরা আমি না কি খাদ্য আমার
কার তরে কার প্রাণ ভোগে ব্যাভিচার।
ঘুঁণেরা ঘুঁণেরে খোঁজে ইহা সমন্বয়
বাদ বাকি অনাচার দুয়ে, চারে, ছয় ।


গরমিল আমি না কি অন্য আদতে
গোলমালে বেমিসাল বাদী চোরাস্রোতে।
শৈলেন সেজেছে তবু হা হুতাশ ভান্
মানা কি বা না মানার অগাধ সম্ভ্রম ।


দিনেরা গড়ালে রাত মুখ টিপে কয়
প্রলেপে'র ছাই মাখো অহো জ্যোতির্ময়।
বিছানোর দাও রাখো ঘটিটা বাটিটা
দু'জন্মের কর্মফল,  জন্মজয় টীকা।


যাহা চাবে পাবে তাহা কথার কথারা
চান্স দিব চ্যালেঞ্জে'র তথৈ প্রথারা ।
পারদ দেখনি বুঝি পারদ যাহারা
অন্তিম খেল্  যাহা নিশান তাহারা।


শৈলেন হাসি পায় খ্যাক্ খ্যাক্ কাশে
তথৈবচ কথাকেলী দিব্য বদভ্যাসে ।
আমি খাদ্য না কি খাদ্যে আমার প্রক্রিয়া
রাঙা মূলা,গাজরের অবাধ রতিক্রিয়া ।