সকাল গেল,বিকেল হল,
রাত্রি এল ধেয়ে
ঠায় দাঁড়িয়ে ফিরবে বুঝি
সদ্য ফোটা হয়ে।
তিনশো দাগের আঁকিবুঁকি'র
ভাঙা মনের ঘরে
জ্বালবো আকাশ হরেক আশা'র
বেদন ঘিরে ধরে ।
পথগুলো সব উল্টো হল
পাল্টে-
আগু পিছু
দেখছি ধূ ধূ কেবল শুধু
ফানুস উচু নিচু ।
যাচ্ছে ধেয়ে,আসছে ধেয়ে
ফাঁকা তেপান্তর
খোঁজ মেলে না তোমার কোথাও
অথৈ কলস্বর ।
ঠা ঠা হাওয়ার কাঁপন দিল
মাতন দিনের স্বর
খোঁজ মিলেছে অথৈ সাথীর
মিলন পরষ্পর ।
দূর পানে মন নিথর হল
চোক্ষে অগাধ জল
বেশ কাঁপানো জুটি'র দোসর
আমার মফঃস্বল ।
নিভল বাতির হরেক চ্ছটা
ঘুম পারানি গান্
একলা আকাশ তারি পাশে
আমার অবস্থাণ ।
মারণ ফাঁদে ঘিরছে আমায়
জ্বালছে আগুন ধূ ধূ
কান্না চোখে বলছি ডেকে
ভয় কি ,আমি শুধু।
কামান দেগে, আগুণ ফলায়
জুড়ছে অবস্থান
খেয়াল হল মারণ সেসব
মোড়ক উন্মোচন ।
হরেক প্রকার মারণ আছে
হরেক তাদের বোল্
চমকে দেখি আমার সমুখ
চলছে কলরোল ।
ছুটছি কেবল প্রাণপনে দৌড়
ঠেকব জানা নাই
নানান সাজের মারণ সাধে
আমার কাছে আয় ।
কেমন তোমার রঙ্গসভার
কেমনতরো ন্যায় ?


ছুঁয়েছি কেবল হঠাৎ দেখি
উধাও অবস্থাণ ।