পাপ পূণ্য নেই আর
কুসীদজীবির লাভ ক্ষতির পুটলি
পোক্ত আটা শেষ
যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে বাঁশ খড় দড়ির
পূণ্যদাত্রী মা
তাতে হামলে পরেছে গরীব গুর্বো শিশু
অর্ধ নগ্ন দেহে
শোলার মাকরী টোপর হার গয়না চেলীর
চিকচিকে
জল থেকে উঠে আসছে
এক একজন মেরী কম
মুখে বিজয়ীর হাসি........


2


তুমি ছাঁচ ভেঙে সোনালী পাহাড় ঘিরে
একটা সেতু বাঁধতে পারনি যুবক
প্রপাত থেকে ঝুঁকে পড়া তরতাজা ইচ্ছেগুলো
অমরত্ব চায়, পরাগ সংযোগে
তার রত্নখচিত বাহু
অথচ তুমি মৃত্যুদন্ড দিলে
তখনও ওষ্ঠের নীচে গনগনে তাপ
লক্ষ্য করনি যুবক
ইচ্ছের কাছে তার আস্ত পিরামিড বুঁদ হয়ে আছে ..


3


ফিরে যেতে মন চায়নি
অথচ মৃত বলে গেলে
অপর ওষ্ঠে ইচ্ছে রেখে দেখি
ভালোবাসা এল ........