পাথরকুচির আঁচল জড়িয়ে নিও
গনগনে আঁচে অভিনব উত্তাপ, অথৈ জলের
বাষ্পে জমুক ক্ষোভ, লাল নীল আলো
দর্শক বাতায়নে, দু'দিনের এই
জমায়েত প্রাঙ্গণ, কে বলে ছোঁয়াচ নেই
গভীরে সংক্রমণ, নির্ঘুম বেঁচে থাকা
আলো আলো এ জীবন।
বুকের অতল ঘরে, অথৈ মরুর ঝড়
দিন শেষে পুড়ে ছায় সংঘাত আচমন।