পাথর চোখের অন্ধ আঁধার
ঢাকল আলোক মহোৎসবের ,
সাজল বাসর, আঁতর ,আসর
মুখর সভা' দিন বদলের ।


দুঃখী ছেলে আসন সেজে
অঢেল ভোগে মা'কে ডাকে
সাঁঝ আঁধারে নিভন্ত তাপ
পাথর পেটে আগুন চাপে ।


অশ্রুতে তার শোকের নালিশ
মায়ের পাথর দৃষ্টি চোখে
দেখছে সবায় মা'য়ের যতন
হরেক প্রকার দানের ভোগে।


বর দিবি মা' খুব অভাবী
ঘরের ফুটিফাটা ;
ছ'ওল গুলার হরেক জ্বালা
সুখের কুলুপ আটা ।


ঢাকের তালে দোলে মা তোর
লক্ষ,কোটির সাজ
ন্যংটা শিশু'র নাই বোধাবোধ
নাচছে উদোম নাচ।


............................................................