বৃক্ষের ডালপালা জুড়ে মাছের জন্মে  
অামার জন্মান্তর
রোন্ধ্র হয়ে আছে শবাসনের মন্ত্র ঘিরে.............
রোদ ঘিরে বর্ষার প্রাক্কালে-
আমার গলাধ‌ঃকরণ চোখে হাহাকার..........
নিষ্পাপ পায়েদের অকারণ হোঁচট....
রক্তের পিচ্ছিল শেকড়ে রণভূমির গন আহ্বান
বেঁধে ফেলেছে আবছা দূরের পটভূমি,
  
কে কোথায় অাছো?

ফলেছে বিষাদের  
বুভুক্ষ ফল ,
আঁধারের ঘর কালো করে ঘূর্ণির-
নিরাসক্ত খনন
ছেয়ে যায় বৃত্তান্তে

কে কোথায় আছো ?

দ্রবীভূত সৈনিক নিতান্ত পটভূমির শটের ফোকাসে-
টেনে নেয় ঘূর্ণি' আকূতির দেহ
ক্রমাগত পাঁকে.................
আমার হাত-পা জুড়ে জটাজুটের শৃঙ্খল-
পেঁচাতেই থাকে....

কে কোথায় আছো ?