কবিতাঃ লক্ষ্যভেদ


খাবি খাওয়া জীবন মাছের মতো
                 নিখাদ ব্যবসার মূলধন


মদনার ও দু;কদম খেলা অভ্যেস
ঝিকমিক্ পাট ভাঙা শাড়ী ........................


সৌখিন হবার ছলে আড়ালের হাতছানি
কব্জার গাঁট ঝেড়ে সভ্যতার সারি............


                           মখমলি মুখগুলো বৃন্দাবন হল
        পিড়ীতির জাতীয় খেতাবে ; নাক গলে শৌচাগারে -
                                     অযথাই অভিসার
                              
         ঝড় , জলে রুদ্ধ দুয়ার ।