যদি বল নীল ফুল কপোত কপোতী
ঘাড় নেরে সায় দেব সেসব সম্মতি।
রোদেলা দুপুর যদি মেঘ চারিধার
তুমি চল নালা,বিল্ সঙ্গে তোমার।
চুল ধরে টান দাও ধূলাটি মাথায়
হাসি দেব মধুময় সোহাগী কথায়।
বল যদি কাঁদা লেপে অকাল্ প্রণয়
খুলে দেব রাত্রির গোপন বিস্ময় ।
মাঝ রাতে আবদার মদির সোহাগ
জ্বেলে দেব ঝাড়বাতি আঁধার বেবাক।
ঠ্যং টা মাথায় তোল মাথাটা মেঝের
পাগলামী সম তালে তুমি সোহাগের।
হাত ধর মাঝপথে হাঁটাও অগাধ
হেঁটে যাব যত চাও অযথা বিবাদ।
ছিড়ে যদি শাড়ি বল জবর আদর
বিষাদের হাসি দেব হলে ব্যাথাতুর।
হাসে যদি লোকাচার পাগলামি হব
তোমার আদরে বিষ অমৃত খাব ।
মাঝপথে ছেড়ে বল মজা নিদারুন
ঢেকে নেব দু'পলক অশ্রু প্লাবন।
গলা টিপে সোহাগের নমুনা দেখালে
মৃত হব সহযেই তোমার আদলে ।