রাজঘরে নর্তকী কেড়ে নেব মজলিশ্
কেন বিক্ষোভ জ্বলেনা  ?
সহস্র তরুণ বিনোদন ভোল্,
চলে গেল যারা কোন্ অভিশাপে নাম লিখে,
থেমে গেল কত নির্ভরতা কত শান্তি প্রলেপ
নথিবদ্ধ হয়না কখনো;
তবুও নৈতিক বোধগুলো শূণ্য হয়ে আছে কালের প্রহরে।
পথভ্রষ্ট স্তিমিত আদপে আছে পরমাণুর কাছে;
আক্রোশের কাছে-
বিক্ষিপ্ত বাতাসের কাছে-
সাইক্লোন,টর্নেডো,তুফানের কাছে-
মহামারী,আতঙ্কের কাছে-
শহীদ বিপ্লবীর কাছে-
শেখোনি সহবত্ ?
কালের পাথরে জমে আছে বিস্ময়
থেমে গেছে গতিপথ
আজকের দুর্বাশা ছুঁড়েছে অভিশাপ রুদ্রতেজ-
বিক্ষিপ্ত সভ্যতার ঘাড়ে
তবুও পারেনি সহজাত হতে;
সহস্র হতাশা,হাহাকার,বঞ্চণা,প্রতারণার সাথে।
এসো পাশে দুর্নিবার অজুহাত নিয়ে ,
বলে দেব আশাতীত অভিযোগ সংগ্রাম কানে কানে
ছড়িয়ে দেবো বাতাসে আগ্রাসনের হলোকস্ট
স্পর্দ্ধার অভিলাষ সমবেত সংবাদ
ঢেউ দেব বন্যা প্রবল,ঝঞ্ঝা দাপট-
বঞ্চিতের ব্যাথা দেব,হতাশার ঘৃণা-
দুর্বলের ক্ষোভের আগুন-
মহাতেজ জ্বালা-
কিছু হাত চাই বারুদ সংযোগ তাই-
আাজ তোরা বিনোদন ভোল॥