তোমার রক্তে লেগে থাকে শত নিরীহের বিপ্লব
ক্ষমতার রশি বিধাতা দিয়েছে তুমি তার সংস্রব।
পুষেছ শতেক ধর্মরাজের শৃঙ্খলে অবিচার
লুট হয়ে যায় সম্ভ্রম যত আড়ালের হাহাকার।


রক্তে মিশেছে পরাভব আর ক্ষমতায়নের জের
মশা মাছি ভেবে ঘাত অপঘাতে কলুষিত আর্তের।
শরীরে রয়েছে পাথর দিনের ভনভন আনাগোনা
তাই দিয়ে আজ হৃদয়ের ধাতে পাথর মানুষ চেনা।


যাদের কোঁচড়ে আঁধার ভরেছ দিনে শত গলাগলি
বানের অতলে মুখগুলি কাঁদে মা বোন কারে বলি?
শীশ্মের দ্বারে খেলাও যাদের মহোৎসবের মাছি
বোনের মুখের অাদল'টা ভেবে তবু কেন কানামাছি?


শহীদ রেখেছে অসংখ্য বীর সেনানীর জয়ধ্বজা
সেই পথে হেঁটে গেছে কতো সেনানীর রাজাপ্রজা।
আজও তো দেখেছি বিস্মিত মুখ চোখের অশ্রুজল
পাষাণে নারীরা খোদাই রয়েছে পরাজয় সম্বল ।


তবু কতো ধূম তন্ত্র মন্ত্রে নারীদের আবাহন
আড়ালের পটে অহল্যা কাঁদে পুরুষের জয়গান।
কালির তফাৎ পুরুষ জগতে নারীর মুখের রং
সে তোমরাই, ভাঙ,গড় তবু তোমরাই মহিয়ান।