যদিও সেদিন আলাপে রঙীণ মুছে যাওয়া কিছু ঋণ,
হাঁটা চল পথে জানান দিতে ;
সেই উচাটন,ভ্রমে আনমন্
যেন পথ ভুলে কি আগুন জ্বেলে হারিয়ে যাবার দিন।।


মেঘে মেঘে বেলা আনমনা খেলা খুনসুটি ভালোলাগা,
ক্ষনেকের তরে ছিল সে আদরে
কত বিস্ময় ভরানো হৃদয়ে;
গেঁথেছিল প্রেম কিবা অ-প্রেম কাহিনী লিখে রাখা।।


সেদিনও এমনই ফাগুয়ার রেশ তখনো কাটেনি,
লোকজন পথে আসা-যাওয়া মতে
মিলেছিল যার প্রিয় উপহার ;
কথা ভালোবাসা গেঁথে নিয়ে আশা কেন জানি কিছু রটেনি।।


সে দিন যে গেছে বহু আনমনে স্মৃতিটুক তবু পিছপানে টানে,
এমনই ফাগুন হৃদয়ের গুন
মানুষের ঢল কত কোলাহল;
এসেছে সকলে কতনা আদলে আসেনি শুধু,ছিল যে এমনে ।।