এখন নির্দিষ্ট রাত কোথাও বাদশাহী কোথাও পঙ্কিল
মন প্রাণে দু'একটা ছত্রাক
লালাবাহী কিটে ফলপ্রসূ থাক্
যার কথার ছায়ায় নির্বিবাদ মন্
আজও অ লুক্ষুনে সে
মায়াবী চাঁদটা ঘরে ঢুকে গেলে বিপর্যয়
তাই রাতকে বলেছি "পৌরুষ "
দেখি কার্নিশের ফাঁকে তার উপস্থিতি
মিটিমিটি হাসি ।
চলে গেছি খুব কাছাকাছি
গভীর নিশ্বাসে অঢেল জ্যোৎস্নায়
ভ্রষ্ট সকালে আমিও পঙ্কিল হবো
চাঁদের জানুতে মাথা রেখে গলে যাবো
অনর্গল বলে যাবো
থামিয়ে রেখেছি রাত তোমার অধরে
ঘর দোর আকাশের কব্জায়
তুমি এক মুক্তিবাহী অধর
আমার বৃত্তের ,
নিদিষ্ট সীমা জুড়ে প্রপঞ্চ গহ্বরে
মুক্তিকামী স্থাপত্য বানাবো ।


ঢেকে থাক্ জ্যোৎস্নারা
আমাদের অধর প্লাবনে
শুনে নাও দু'চার কথার রাত্র প্রমাদ
বাদশাহী রাতে
মুখোমুখি আমি
ডুবে গেছি ভাস্কর্যের অঢেল প্লাবনে ।