জলোচ্ছ্বাস নামার আগে শেষবারের মতো-
জাপটে ধরা বিশৃঙ্খল সন্ধির হাত;
গতি রুদ্ধ হল জানি , তবুতো চেষ্টা
সভ্যতা টিকিয়ে রাখা জরুরীমূলক
কোন একটি সম্ভাবনাকে স্থাপন করার নামে
যখন ঘেরা হল গোটা মনুষ্যজন্ম
বলব ," সভ্যতাটা নির্ভুল হল না"।


গোটাকতক জং ধরা মিসাইল আর পঙ্গু নীতির দাপটে
আস্ত মানুষ সোজা হয়ে দাঁড়াল যখন
বারের পূজোর জল্ এঁটো করে উড়ে গেল কাক
ওঝা,বদ্যি মিলে ঠাসা হল মন্ত্রপূত তাবিচ কবচ
গাঁয়ে যত মিসাইল, যন্ত্র চোরা পথে পগারপার
কয়েকবার হেঁচকি তুলে দু' ইঞ্চির শরীর ঝারা দিল
আমন্ত্রণী কিলার -


জল সব একত্রিত দানে,ধ্যানে, সেবনে,পূণ্যিতে
তীর্থে তীর্থে দয়া ,ধর্ম গেল একচেটিয়া পূঁজিতে
অর্থনীতির জলে ভাসে চাল্-চুলা, চৌকাঠ
ফুলে ফাঁপে কোষাগার বৃহতের নানা স্তর ।
ছড়াতে ছড়াতে হেঁটে যায় শান্তি
ভাগাভাগি হতে হতে সিঁকি , আঁধুলির এলাকায়
ঘোরতর অন্যায় ;


যে হাতটা শান্তির ,স্বস্তির, প্রজন্মের দায়ে-
ছোট হতে হতে হতে ........................
ছড়িয়ে পরছে যৌবন,শৈশব জুড়ে
বিশৃঙ্খল উন্মাদনার তামাম অবৈধতায় ।
.......................................................................