(বর্ণপরিচয়ের যুগস্রষ্টা বিদ্যাসাগরের মূর্তি ভেঙ্গে ফেলার তীব্র প্রতিবাদ জানাতে কবিতাটি লিখলাম বাস্তবে ধিক্কার জানানোর আর কোন ভাষা নেই তাই এই যুগস্রষ্টার পদতলে আমার সহস্র শ্রদ্ধা)


বর্ণপরিচয়
আমার প্রথম আগুন
পাথর ঘষে
দাউ দাউ অগ্নিমন্ত্রে
আমার প্রথম বর্ণালাপ।


চোখ মেললাম
একরাশ অন্ধকারে
নিষিদ্ধ পাশব হত্যালীলা আর
সংস্কারের দ্বন্দে
ক্রীতদাস প্রথার ক্রমোন্নতি
আমায় টেনে নিয়ে চলেছে বাদ্য বাদকের
মাভৈ শ্মশানে
আমার স্বত্ত্বা,অস্তিত্ব, বিশ্বাস মিলিয়ে যাচ্ছে
বাদকের অসংলগ্ন নৃত্যে
পুড়তে পুড়তে আমি তার দোরগোড়ায়
পড়লাম মুখ থুবড়ে


পেছনে পাঁচশত সেনানীর উন্মত্ত
তান্ডবে ঝলসে উঠছে সনাতনী প্রথা
কুলুপ আটা নারী মন্ত্রে
একদল কূপমন্ডুকের জৈবীক বর্জ্য নিক্ষেপন
অতঃপর বিসর্জন


চোখ মেললাম, সেই যুগ পুরুষ
আমার প্রথম বর্ণাক্ষর
অ আ ই ঈ, উঠে দাঁড়ালাম
উচ্চারণের সঙ্গে সঙ্গে বুকে বল্ এল
আত্মপ্রত্যয়ের দৃঢ়তায়
এগোতে থাকলাম,দেখি বর্ণপরিচয় ক্রমে
রুপান্তরিত আমার প্রথম
প্রতিবাদে, প্রথম উচ্চারণের সমুখে
সেই যুগ পুরুষ।