আজ একটু দেরীতে উঠলাম
বাইশের ক্যালেন্ডারে প্রজ্জ্বলিত
আমার টিমটিমে শেজ্
জৌলুস ঢাকা আস্তিন‌ও ঢলঢলে
কে‍ঁপে উঠলাম, লেপটে থাকা জমকালো বুশ শার্ট
রেখেছিল সুখে ,আঁতর গন্ধে তবু
মশগুল হত , ও বাড়ির কেউ কেউ !


ঠোঁট চেপে দারুণ একটা শিষ্ দেব ভেবে
কেঁপে উঠল হার্ট
বুক চেপে অর্ধচেতন আমি
হাতরে চলেছি - মদন মিঞার নম্বর


চতুর্দিকে আমার দোলায়িত মঞ্চে
ফেস্টুন হয়ে দুলে উঠছে ক্যালেন্ডারটি, ভারসাম্যহীন
আমায় ছুঁয়ে ছুঁয়ে
সময়ের বলিরেখায় অজস্র সাদা দাগ
আস্তিনে ঢেকে কেমন মূর্ত হয়ে উঠছে আজকাল !


এইসব উথাল পাথাল ভাবতে ভাবতেই -