কোমল বালুতট হয়ে এস প্রিয়
তোমার কৌমার্যে' রাখি
অনাবিষ্কৃত আরেক বৃন্তান্ত ,
ঝিনুক আড়ালে ফেলে কাটা,ছেড়া,ক্ষত
মেখে নিই মুক্তো আহ্লাদ ।


আরেক প্রাঙ্গণে আমাদের গৃহ
জাগতিক তত্ত্বগুলি সেজে দিই অপার দেহ জুড়ে
বেদনার ফুল হয়ে ফেনিল জোয়ারে
ফেলে রাখি গোপন বিশ্বাস।


প্র্যত্যহিক কতকথা
তুমি থেকে যত পরাজয় ;
গতজন্ম, বিবর্ণ জীবন , অযাচিত আরো তুমি
ধূসর আকাশ, অকস্মাৎ ক্ষোভ , ভয়,
ভালোলাগা, অযুহাত ,পলায়ন
কয়েক'শো গোপন,
ন'য় ঢাকা থাক্
পরম আদরে ।


............................................................