নে , থেমে গেলাম একেবারে
প্রায় অনেকটা , পথটার মাঝখানে
চিবুকের ক্ষত
নাকের মুখের রক্তক্ষরণে অনন্ত জিজ্ঞাসা
গ্রুপের ভেতর তোদের সামিয়ানায়
হরেক প্রশ্ন ভেসে উঠছে
বড়বাবু অফিসের মজলিশ জমাবেন জানি
ছোটবাবুর দেরাজি আর ফরাসের মস্করায়
ছোট খাটো গেট টুগেদার ; বেশ জমবে বল্


তোদের জমকের গ্রহে দৃষ্টি পড়লে
তিনি অসন্তুষ্ট হন্ ;
প্রাণের আহ্বানে সাড়া না পেলে
ভবিতব্যে আরও কড়াঘাৎ
বেলপাতায় কার ছায়ায় তিনি অমঙ্গল দেখেন
আমি মোজায় ঝুলিয়ে দিলাম
পরাজিত ইচ্ছেগুলো


তোদের চতুর্দিকে অসংখ্য ঘূর্ণি , প্রবাহে
ছড়িয়ে রেখেছি ভিখিড়ী আঁচল
যে আঁচলে আমাদের আহত হৃৎপিন্ডের
মর্মভেদী কান্নায় সাজানো রয়েছে
নিষ্কলুশ পাষাণ ,আর তাতে আমাদের পরস্পরের আসন -
কেবল ক্ষণে ক্ষণে জানান দিচ্ছে  ;
আমরা আছি ; আমরা থাকি ।।