তারপর গচ্ছিত বোধাবোধ ধীশক্তি সব
চুবিয়ে রেখেছি অথৈ জলে ,
তোমার উষ্ণীষে হাতবদল শব্দটি
লেখা হয়নি বলে তিন হাজার আট বার মষ্তক মুন্ডন করেছি
পানা পুকুরে অস্তিত্ব বিসর্জণ দিয়েছি
বহুবার ;
ধূলিকণায় অস্তিত্ব ঝেড়ে ফেলে মুছে দিয়েছি বিজাতীয়
ধর্মবোধ
একে তোমরা বহুমাত্রিক জ্যা' বলতে পার
পাশ কাটিয়ে ফিরে যাবার মতো
কাপুরুষতা আমার ভূখন্ডে বিচার হয়না
বিচার হয় না দ্বন্দময় কোন আনাগোনা


ভাবতে ভাবতে আমি বহুদূর পিছিয়ে গেলাম
সঙ্গীদের কোলাহল কানে আসছে
যেহেতু বোধ তাদের করায়ত্ব
আমি কারুর কোন শব্দ শুনতে পেলাম না
যে কোন শব্দ- হা হুতাশ , উল্লাস , দখলদারের,দাদাগিরির
শুনতে চেয়েছিলাম ;


আমি জল থেকে ভেসে চলেছি অপর জলে
কেবল স্রোত,কেবল ঘূর্ণি
কোথায় আছড়ে পরব জানিনা
সঙ্গে আমার কোষ,মগজ,কাগজ,কলম অনেককিছু
নতুন হাঙর আমার শব্দভান্ডার কেড়ে নিতে চায়
ইতিমধ্যেই বিষধর অজগর আমায়
অর্ধেক গিলেছে ,মাথাটা গিলতে পারেনি
দু'টো ব্যাঙে আপাতত সন্তুষ্ট থেকেছে ।


আমায় আরো তিনশত নয়বার মা্থা মুড়তে হবে
কারণ তার উষ্ণীষে স্পষ্ট করে আমায়
বলতে হবে , কবুল কবুল কবুল
অথবা নিরব সমর্পণ
বৃহৎ তিমি সঙ্গী সাথী, স্বজনদের সাথে এগুচ্ছে
আসছে জলজ সমস্ত কীট,পতঙ্গের ছানাপোনা ।।