প্রকৃতির কুয়াশায় দৃষ্টির অবক্ষয়
দিগভ্রষ্ট পথ বেঁকে যায় যে
চৈত্রের দাবদাহে জীবন ঝলসে গেলে
কারো কোন অযুহাত সয় কি ?
দুর্যোগ , বন্যায় তার রোষ অভিপ্রায়
তাতে তার লীলা শেষ হয় না
ভেঙে চুরে ঘর ভাঙে হতাশারা কান্নার
অভিযোগ কভু তার সয় না ।
চৈত্রে ঝলসা দেহ হাহাকার নির্মম
কি যায় আসে প্রকৃতির দম্ভে
বন্যায় প্রলয়ে অগাধ মারণ এলে
ভেসে গেলে সৃষ্টি প্রারম্ভে
কি দায় আছে বরষার নিক্কনে সহসা
ধ্বংস লীলাতে উন্মত্ত
ভেসে গেলে ধ্বসে গেলে সুখী কার গৃহকোন
ধ্বংস প্লাবনে তবু মত্ত ।
শীতে প্রাণ নিষ্প্রাণ প্রকৃতির গতি তার
ফুটপাতে মৃত্যু খেলা হায়রে
থামায় কি তার রোষ সে তো মহা জাগতিক
নৃত্যরত বন্দে তার জয় রে ।
তার কি এল গেল শত প্রাণ ঝড়ে গেলে
নিরাশার দ্বন্দে দোলায় রে ।