বুকের ভেতর ঝড় এলোমেলো হলে
পাথর চাপা দিলেও ছড়িয়ে যায়
অনেককিছু সরানোর মতো ওটাকেও প্রায়
ঠেকিয়ে রাখি ,
দুঃখতো দামী নয় উপহার হবে-
মিলে যায় ঘরের ভিতর,স্রোতের ভিতর,
মনের ভিতর
আমি দুঃখের দড়ি বেঁধে মুখে-ঠোটে-
সম্মোহনী রং,হেসে বলে দিই,দুঃখ বলে কিছু নেই.....
ছিলও না কখনও......