গলিটা'য় রাত্রি নেমেছে
             দৃষ্টির সারি খোলা
          সহস্র কার্তুজে
          স্বস্ত্যয়ন লেগে থাকে
          সোঁদা দাওয়াটায় ।


শান্তি নয় ঠাসা রেখ অশান্ত বীজ
         যতটুক লেগে থাকে ঘাসে
          আমি জানি গোলাপ ফোটাবে
          অকস্মাৎ যার চোখে লেগেছে বিস্ময়
     হাসি তার প্রাণবন্ত হোক্ ।


কত আর প্রমাণিত হবে ?
        ছুঁ'য়ে অাছো উদ্বেলিত দেহে-
   আমার রসদ সহ গোটা সরঞ্জাম ।


বিচুটীর শোক্ দিলে ?
                একান্ত সম্বল ?
              জামায়,জুতোয় দড়ি
     প্রেম বলে গলিটার নিঃসীম আঁধারে
                মানুষ,পশুতে দরাদরি ।


চেনো কি ! চেনো কি ! বলে
                 বুকের পাঁজর-এ
             সংঘর্ষের কিছু সরজ্ঞাম
               দু'টি ক'টি চর্বিত মোহে
  চা' চামচ আঙুল ডোবালাম ।।